মৃত্যুর অভিশাপ নিয়ে রহস্যময় এক চেয়ার!
ইংল্যান্ডের উত্তর ইয়োর্কশায়ারের Busby Stoop Inn নামে এক সরাইখানা রয়েছে। মানুষজনের কাছে জায়গাটি রহস্যময় হিসেবে পরিচিত। কারণ এখানে রয়েছে এমন এক অভিশপ্ত চেয়ার, যার নাম ‘Chair of death’। আজ সেই ‘ মৃত্যু চেয়ার’ নিয়ে আমরা জানবো। ১৭০২ সালে থমাস বাসবি নামে একজন অপরাধী তার অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আগে তার …